kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

শিবালয়ে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, মানিকগঞ্জ   

৩০ জুলাই, ২০২১ ২১:০৭ | পড়া যাবে ১ মিনিটেশিবালয়ে শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

মানিকগঞ্জের শিবালয় থানা পুলিশের উদ্যোগে শতাধিক অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে আরিচা ঘাটের বিভিন্ন এলাকায় এবং থানা মসজিদের সামনে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন। এ সময় তিনি খাসির মাংস দিয়ে রান্না করা এক প্যাকেট করে বিরিয়ানি এবং পানির বোতলসহ এ সকল মানুষের হাতে তুলে দেন। 

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান কালের কণ্ঠকে বলেন, মানবিক কারণে এ সকল লোকদের এক বেলা খাবার দিচ্ছি। করোনাকালীন এ সময়ে আমাদের মানবিক হতে হবে। সরকারি সহায়তার পাশাপাশি সমাজে যারা বিত্তবান রয়েছেন তাদের এ সকল অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে।

খাবার বিতরণ কালে শিবালয় থানার ওসি মো. ফিরোজ কবির, ওসি (তদন্ত) আশিষ কুমার সান্যালসহ পুলিশ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা