kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

বোচাগঞ্জে সড়কে বৃদ্ধার মৃত্যু

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি   

৩০ জুলাই, ২০২১ ১৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেবোচাগঞ্জে সড়কে বৃদ্ধার মৃত্যু

দিনাজপুরের বোচাগঞ্জে রাস্তা পার হওয়ার সময় 'বাঙ্গালী কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস-এর পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত মাইজান বিবি বোচাগঞ্জ উপজেলার ৪নম্বর আটগাঁও ইউনিয়নের চৌধুরী পাড়ার আব্দুল মালেকের স্ত্রী।

আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটায় বোচাগঞ্জের সেতাবগঞ্জ পৌর শহরের উপজেলা রোড সংলগ্ন 'চার তলা ভবন' নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বোচাগঞ্জ থানার ওসি মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মাইজান বিবি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাস্তা পার হতে গিয়ে তিনি মারা যান। এ ঘটনায় চালক ও হেলপার দুজনই পলাতক। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।সাতদিনের সেরা