kalerkantho

বৃহস্পতিবার । ১ আশ্বিন ১৪২৮। ১৬ সেপ্টেম্বর ২০২১।৮ সফর ১৪৪৩

ঘুমের মধ্যে সাপে কামড়, যুবকের মৃত্যু

আত্রাই -রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি    

২৯ জুলাই, ২০২১ ১৭:২৯ | পড়া যাবে ১ মিনিটেঘুমের মধ্যে সাপে কামড়, যুবকের মৃত্যু

প্রতীকী ছবি।

নওগাঁর আত্রাইয়ে বিষধর সাপের কামড়ে সম্রাট হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সাহেবগঞ্জ সরদারপাড়া গ্রামের কাজি আনোয়ার হোসেন লিটনের ছেলে।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে সম্রাট নিজ শয়ন কক্ষে ঘুমাচ্ছিলেন। রাত প্রায় দেড়টার দিকে বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের সদস্যরা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।সাতদিনের সেরা