kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

'জিয়িয়ে রাখা বোয়াল তুলতে গিয়ে দেখি কুমির' (ভিডিও)

মানিকগঞ্জ প্রতিনিধি   

২৮ জুলাই, ২০২১ ১৯:৫৪ | পড়া যাবে ১ মিনিটে'জিয়িয়ে রাখা বোয়াল তুলতে গিয়ে দেখি কুমির' (ভিডিও)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ও ফরিদপুর সদর উপজেলা সিমানা সংলগ্ন পদ্মা নদীর একটি কুমে (স্থানীয় ভাষা) আটকা পড়েছে একটি কুমির। গত শনিবার থেকে কুমিরটি অবস্থান করছে ওই কুমে। খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা এসে কুমিরটি উদ্ধার করবেন বলে জানা গেছে।

স্থানীয় জেলে হজরত আলী প্রথম কুমিরটি দেখতে পান। তিনি জানান গত শনিবার সকালে তিনি দুটি বোয়াল মাছ ধরে, ওই কুমের পানিতে জিয়িয়ে রাখেন। বিকেল মাছ দুটির অবস্থা জানার জন্য পানি থেকে তোলার সময় মাছের সঙ্গে কুমির ভেসে উঠে। তিনি পালিয়ে এসে স্থানীয়দের খবর দেন। এরপর থেকে কুমির দেখতে সেখানে শতশত মানুষ ভিড় করছে।

স্থানীয়রা জানায়, সুর খালের মাধ্যমে কুমিরটি কুমে ঢুকে পড়েছিল। কিন্তু পানি করে যাওয়ায় এখন কুমিরটি বের হতে পারছে না। কুমের গভীর পানিতেই বিচরণ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রেজা। তিনি জানান, বণ্যপ্রাণী সংররক্ষণ বিভাগের কর্মকর্তা আজ-কালের মধ্যে এসে কুমিরটিকে উদ্ধার করবে। নিরাপত্তার জন্য কুমে পাহারা বসানো হয়েছে।সাতদিনের সেরা