kalerkantho

শুক্রবার । ২ আশ্বিন ১৪২৮। ১৭ সেপ্টেম্বর ২০২১। ৯ সফর ১৪৪৩

তাড়াশে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকের মৃত্যু, আহত ৩

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

২৮ জুলাই, ২০২১ ১৮:২৬ | পড়া যাবে ১ মিনিটেতাড়াশে সড়ক দুর্ঘটনায় সিএনজিচালকের মৃত্যু, আহত ৩

সিরাজগঞ্জের তাড়াশে সিএনজির এক্সেল ভেঙে রুহুল আমিন (৪২) নামে এক সিএনজির চালক নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো ৩ জন সিএনজির যাত্রী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে রানীহাট-মির্জাপুর আঞ্চলিক সড়কের তেঘড়ি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে এবং বর্তমানে তিনি একই উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইউপি সদস্য গোলাম মোস্তফা। তিনি জানান, একজনের মৃত্যু হয়েছে। সিএনজিতে থাকা আরো ৩ জন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকেসহ বাকি দুজনকে বগুড়া জেলার শেরপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা