kalerkantho

শনিবার । ৩ আশ্বিন ১৪২৮। ১৮ সেপ্টেম্বর ২০২১। ১০ সফর ১৪৪৩

চাঁদপুরে পুনাকের মানবিক খাদ্য সহায়তা

চাঁদপুর প্রতিনিধি   

২৮ জুলাই, ২০২১ ১৫:৩৩ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে পুনাকের মানবিক খাদ্য সহায়তা

চাঁদপুরে কঠোর বিধি-নিষেধে পড়া কর্মহীন তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং বেদে সম্প্রদায়ের মানুষের হাতে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার দুপুরে চাঁদপুর সদর মডেল থানা চত্বরে স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্ব মেনে এসব সামগ্রী তুলে দেন, পুনাক চাঁদপুর শাখার সভানেত্রী ডা. আফসানা শর্মী।

এসময় সংগঠনের সহসভানেত্রী পূজা দাশ, কোষাধ্যক্ষ ঈশাণ ইভাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, করোনায় কর্মহীন এবং এই সময় বৈরি আবহাওয়ায় ঘরবন্দি মানুষেরা এসব মানুষ চাল, ডাল, তেল এবং লবন পেয়ে খুশি হয়েছেন।

খাদ্য সহায়তা বিতরণ শেষে ডা. আফসানা শর্মী বলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক দেশের বিভিন্ন দুর্যোগের সময় বরাবরই এভাবে দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। সেই ধারাবাহিকতা থেকেই চাঁদপুরে করোনায় ঘরবন্দি হয়ে পড়া কর্মহীন এসব মানুষের মুখে একটু হাসি ফোটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এবারেই শুধু নয়, আগামীদিনেও দুঃস্থ অসহায় তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী এবং বেদে সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে পুনাক।সাতদিনের সেরা