kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

রাউজানে গোয়াল ঘরে ধরা পড়ল অজগর সাপ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি   

২৬ জুলাই, ২০২১ ০৪:৩২ | পড়া যাবে ২ মিনিটেরাউজানে গোয়াল ঘরে ধরা পড়ল অজগর সাপ

রাউজান ১নং হলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে গোয়াল ঘরে ধরা পড়েছে একটি অজগর সাপ। রবিবার (২৫ জুলাই) সকাল ১০টায় স্থানীয় মুহাম্মদ ওসমানের গোয়াল ঘরে গরুর খাদ্য বস্তার নিচে গভীর বনের অজগর সাপটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, ওসমানের বড় ছেলে মিজান (২২) গরুকে খাদ্য দিতে গিয়ে সাপটি তার দৃষ্টিগোচর হয়। প্রথমে মিজান নক্সিকাঁথা তোয়েল ভেবে মাথা নিচু হয়ে দেখতে গেলে জলমল চোখ বিশিষ্ট কি যেন ওপর দিকে উঠতে থাকে। বিষাক্ত সাপ ভেবে দ্রুত ওই স্থান ত্যাগ করে। পরে সবাইকে সাপ সাপ বলে চিৎকার করলে পাড়ার ছেলে মেয়ে হাতে লাঠি, বল্লম ইত্যাদি নিয়ে সাপ মারতে এগিয়ে আসে। এগিয়ে আসেন পার্শ্ববর্তী হলদিয়া সাজেদা কবির চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।

তিনি জানান, উপস্থিত এলাকাবাসী অজগরটি ধরার পর স্থানীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলামকে আমি জানাই। তিনি রাউজান উপজেলা প্রাণী সম্পদ সংরক্ষণ কর্মকর্তা ও রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজকে জানান। তাদের পরামর্শে পার্শ্ববর্তী পাহাড়ের গভীর জঙ্গলে অজগরটি অবমুক্ত করা হয়। জানা যায়, ধৃত অজগরটি ২৫০ গ্রাম ওজন।সাতদিনের সেরা