kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে বাড়ি গিয়ে করোনা রোগীর মৃত্যু

বাগেরহাট ও চিতলমারী-কচুয়া প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২১ ১৯:২১ | পড়া যাবে ২ মিনিটেস্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে বাড়ি গিয়ে করোনা রোগীর মৃত্যু

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে করোনা আক্রান্ত এক নারী পালিয়ে বাড়িতে গিয়ে মারা গেছেন। নিথি বেগম (২৫) নামে ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেলেন। আজ রবিবার সকাল ৮টার দিকে চিকিৎসক ও সেবিকাদের না জানিয়ে তিনি পালিয়ে বাড়িতে চলে যান। এর ৪ ঘণ্টা পর বেলা ১২টার দিকে বাড়িতে নিথির মৃত্যু হয় বলে স্বাস্থ্য কর্মকর্তা জানান।

করোনা আক্রান্ত হয়ে মৃত নিথি বেগম বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আজাদের স্ত্রী বলে জানা গেছে। 

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান জানান, করোনার উপসর্গ নিয়ে নিথি শনিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্ত হয়। শ্বাসকষ্ট থাকায় অক্সিজেনসহ তাকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল। রবিবার সকাল ৮টার পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। করোনা ইউনিট থেকে পালিয়ে যাওয়ার পর শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে বসেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ওই নারীর দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষত একটি টিমকে পাঠানো হয়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু খবর জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এপযন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১১৫ জনের মৃত্যু হয়েছে।সাতদিনের সেরা