kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

তারে লুঙ্গি শুকাতে গিয়ে মামা-ভাগ্নের মৃত্যু

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২১ ১৯:০৯ | পড়া যাবে ১ মিনিটেতারে লুঙ্গি শুকাতে গিয়ে মামা-ভাগ্নের মৃত্যু

প্রতীকী ছবি।

নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের কৃষক শাহেদ আলীর ছেলে মকবুল হোসেন (২২)। নিহতের মামা মৃত কেতাব আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৭)।

স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, শাহেদ গোসল করে বাড়ির উঠানে টানানো জিআই তারে লুঙ্গি শুকাতে যায়। সেখানে বিদ্যুৎস্পর্শে তার মৃত্যু হয়। একইভাবে তারা মামা আব্দুস সাত্তারেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানায়, রান্নাঘরের বিদ্যুতের তারে সমস্যা ছিল। তারটি পাশের কাপড় শুকানো জিআই তারের সঙ্গে লেগে থাকায় বিদ্যুতায়িত হয়। মামা-ভাগ্নে ওই তারে লুঙ্গি শুকাতে গেলে তারা বিদ্যুতায়িত হন।সাতদিনের সেরা