kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

প্রস্তুতি নিয়েও মাছ ধরতে যেতে পারেননি হাজারও জেলে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

২৪ জুলাই, ২০২১ ২১:১৮ | পড়া যাবে ২ মিনিটেপ্রস্তুতি নিয়েও মাছ ধরতে যেতে পারেননি হাজারও জেলে

বঙ্গোপসাগরে ৬৫ দিনের অবরোধ শেষ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাছ শিকারে যেতে পারেনি কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর, মহিপুর ও কুয়াকাটার সহস্রাধিক জেলে। গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে জেলেদের মৎস্য শিকারে যাওয়ার সকল প্রস্তুতি ভেস্তে গেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের জন্য। এতে জেলেদের স্বপ্ন ভেঙে তছনছ হয়ে গেছে বলে মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ফজলুল হক গাজী দাবি করেছেন।

সরেজমিন দেখা গেছে, শত শত ট্রলার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরের সকল আড়ত দারদের ঘাটে নোঙর করা রয়েছে। সকল ট্রলারের মাঝি মাল্লারা অলস সময় পার করছেন। এ সময় জেলে ইউসুফ বলেন, আমাদের বুক ফেটে যাচ্ছে। খুব আশা নিয়ে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিয়ে ট্রলারে এসেছি। আমার মতো এমন অবস্থা উপকূলের হাজারো জেলেদের।

মহিপুর ট্রলার মালিক সমিতির সভাপতি মো. দেলোয়ার গাজী কালের কণ্ঠকে বলেন, আড়াই লাখ টাকা খরচ করে ট্রলার প্রস্তুত করেছি। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। এখন অপেক্ষায় আছি কখন সাগর শান্ত হয় আর আমরা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার করতে পারি।সাতদিনের সেরা