kalerkantho

সোমবার । ৫ আশ্বিন ১৪২৮। ২০ সেপ্টেম্বর ২০২১। ১২ সফর ১৪৪৩

২৪ ঘণ্টায় ৭ জনকে ৩৩০০ টাকা জরিমানা

ফুলপুরে লকডাউনে বাইরে বের হলেই জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ জুলাই, ২০২১ ১৭:৫০ | পড়া যাবে ১ মিনিটেফুলপুরে লকডাউনে বাইরে বের হলেই জরিমানা

গতকাল শুক্রবার থেকে সবচাইতে কঠোর লকডাউন বাস্তবায়নে ফুলপুর উপজেলা প্রশাসন ও ফুলপুর থানা পুলিশ মাঠে রয়েছে কঠোর অবস্থানে। এ সময় কাজ ছাড়া ঘোরাফেরা ও মোটরসাইকেল নিয়ে বের হওয়ার জন্য ৭ জনকে ৩৩০০ টাকা জরিমানা ও মামলা করা হয়েছে। বিধি-নিষেধ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনীও কাজ করে যাচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে ফুলপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার ফুলপুর পৌর এলাকার চায়ের দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেন। এ ছাড়া নির্দেশ না মানায় জরিমানা ও মামলা করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার জানান, লকডাউন বাস্তবায়নে সবধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। লকডাউনে আমাদের কঠোর নজরদারি থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার উপ পরিদর্শক সোলাইমান কবীর, উপ পরিদর্শক(ট্রাফিক) আজিজুল হক, উপ পরিদর্শক জাহিদ, সিনয়র সাংবাদিক খলিলুর রহমান, মোস্তফা খান, কামরুল ইসলাম খান, উপজেলা প্রশাসনের কম্পিউটার অপারেটর আবুল বাশার প্রমুখ। সাতদিনের সেরা