kalerkantho

বৃহস্পতিবার । ১২ কার্তিক ১৪২৮। ২৮ অক্টোবর ২০২১। ২০ রবিউল আউয়াল ১৪৪৩

করোনায় রামেক হাসপাতালে আরো ২২ মৃত্যু

অনলাইন ডেস্ক   

২৩ জুলাই, ২০২১ ০৯:৫৫ | পড়া যাবে ১ মিনিটেকরোনায় রামেক হাসপাতালে আরো ২২ মৃত্যু

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আরো ২২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় মারা গেছে তারা।

২২ জনের ছয়জন মারা গেছে করোনা সংক্রমণে এবং ১৫ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে। এ ছাড়া নেগেটিভ হওয়ার পর মারা গেছে একজন।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানিয়েছেন।

শামীম ইয়াজদানী আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২২ জনের মধ্যে রাজশাহীর ১১, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জে চারজন, নওগাঁয় একজন  এবং পাবনায় চারজন।

করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালটিতে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪১২ জন।সাতদিনের সেরা