kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ঠে দুইজনের মৃত্যু

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    

২২ জুলাই, ২০২১ ২৩:৪৪ | পড়া যাবে ১ মিনিটেটেকনাফে বিদ্যুৎস্পৃষ্ঠে দুইজনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার আব্দুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আব্দুল আমিনের ছোট বোন রমিদা বেগম (২৮) ও ভাগিনা টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছরা এলাকার আব্দুল করিমের ছেলে কলিম উল্লাহ (২৪)।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই যায়েদ হাসান জানান, বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলম জানান, রাত আটটার দিকে বিদ্যুতের মেইন তার ছিড়ে আব্দুল আমিনের বাড়ির টিনে পড়লে বিকট শব্দে  তাৎক্ষণিক পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়। ওই সময় বাড়িতে অবস্থান করা সাত সদস্যের মধ্যে তিনজন দ্রুত বেরিয়ে পড়ে। আহত চারজনের মধ্যে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম আবুল বাশার জানায়, বাতাসে বিদ্যুতের তার ছিড়ে দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা বিদ্যুৎ বন্ধ রাখি।  ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।সাতদিনের সেরা