kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২১ ১১:১৫ | পড়া যাবে ১ মিনিটেগজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ভিটি কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর পাশে আলীপুরায় খাদের পানিতে পড়ে আছে একটি মাইক্রোবাস। পুলিশ গিয়ে মাইক্রোবাসটি ওল্টানো অবস্থায় পায়। এর চারটি চাকাই ওপরে ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে তিন অজ্ঞাত লাশ উদ্ধর করে। পরে লাশগুলো পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।

গজারিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় এক নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।সাতদিনের সেরা