kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

করোনায় কুষ্টিয়ায় আরো ১৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক   

২২ জুলাই, ২০২১ ১০:৪৮ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় কুষ্টিয়ায় আরো ১৪ জনের মৃত্যু

করোনায় কুষ্টিয়ায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাঁরা। এই সময়ে ৮২টি নমুনা পরীক্ষায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬১ শতাংশ।

এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮১৫ জন। আর মারা গেছেন মোট ৪৪২ জন।

আজ বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (অরএমও) আশরাফুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। গতকাল সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যু ও শনাক্ত হয় বলে জানান তিনি।

আশরাফুল ইসলাম আরো জানান, করোনায় মৃত সবাই কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। অন্যদিকে, উপসর্গ নিয়ে যারা মারা যান, তারা বুধবার বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হন। তিনি জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২৪৭ জন। গতকাল ছিলেন ২৫৬ জন। তার আগের দিন ছিলেন ২৫৪ জন।

আজ সকাল ৮টা পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৬২৮জন। আগের দিন ছিলেন তিন হাজার ৮২৪ জন। তার আগের দিন এ সংখ্যা ছিল তিন হাজার ৯২১ জন।

বর্তমানে স্বাস্থ্য বিভাগের তালিকায় জেলায় হোম আইসোলেশন ও হাসপাতালে চিকিৎসাধীন মোট আক্রান্ত আছেন তিন হাজার ৮৭৫ জন। গতকাল ছিলেন চার হাজার ৮০ জন। আগের দিন ছিলেন চার হাজার ১৭৫ জন।সাতদিনের সেরা