kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

কক্সবাজারে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ ও ছাত্রদল নেতার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

২২ জুলাই, ২০২১ ০২:০৪ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ ও ছাত্রদল নেতার

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি দরিয়ানগর এলাকায় বুধবার (২১ জুলাই) ১০টার দিকে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন কলেজছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন বাইক আরোহী বন্ধু। নিহত কলেজছাত্রদ্বয় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা।

নিহতদের একজন কফিল উদ্দিন রিফাত ও অপরজন আসিফ চৌধুরী। তারা ঈদুল আজহা উপলক্ষে সাগরতীরের মেরিন ড্রাইভ ভ্রমণ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত কফিল উদ্দিন রিফাত কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং একই কলেজের ছাত্র ও কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হচ্ছেন আসিফ চৌধুরী।

ভ্রমণের সময় উভয় চালকই অত্যন্ত দ্রুতগতিতে বাইক চালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলের পশ্চিমে সাগর এবং পূর্ব পাশে সুউচ্চ পাহাড়ের পাদদেশ। এখানেই দ্রুতগামী বাইক দুটি মুখোমুখি সংঘর্ষে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

বাইকের চালকদ্বয় ঘটনাস্থলেই প্রাণ হারান। ছাত্রদল নেতা দুই বন্ধু নিয়ে যাচ্ছিলেন ইনানী সৈকতের দিকে। অপরদিকে ছাত্রলীগ নেতা আসিফ এক বন্ধু নিয়ে ইনানী থেকে আসার পথে এ ঘটনা ঘটে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।সাতদিনের সেরা