kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

ঈদের সকালে সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

অনলাইন ডেস্ক   

২১ জুলাই, ২০২১ ১৯:৫৭ | পড়া যাবে ১ মিনিটেঈদের সকালে সাপের কামড়ে নানি-নাতির মৃত্যু

প্রতীকী ছবি।

ঈদের দিন সকালে সাপের কামড়ে নানি ও নাতির মৃত্যু হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বেড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার ওসি (তদন্ত) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- বেড়বাড়ি গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী নতিরন নেছা (৯৫) ও তার নাতি তরিকুল ইসলাম (২২)। 

জানা গেছে, প্রতিদিনের মত মঙ্গলবার রাতে খাটে নাতি তরিকুল এবং মেঝেতে নতিরন নেছা ঘুমাচ্ছিলেন।  রাতের কোন সময়ে সাপে প্রথমে তরিকুলকে ও পরে নতিরন নেছাকে কামড় দেয়। 

পরিবারের সদস্যরা প্রথমে তাদের স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ভোরেই তরিকুলের মৃত্যু হয়। পরে সকালে নতিরন নেছাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা