kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

ঈদে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

২১ জুলাই, ২০২১ ১৮:৫১ | পড়া যাবে ১ মিনিটেঈদে বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের সীমান্ত রক্ষা বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

আজ বুধবার সকাল ৯টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শওকত আলী ভারতের হিলি ক্যাম্পের বিএসএফ এর কমান্ডার রমাকান্ত সিং এর হাতে মিষ্টির প্যাকেটগুলি তুলে দেন। এ সময় বিজিবি-বিএসএফের নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্প কমান্ডার শওকত আলী জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়কের পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়।

সীমান্তে সৌহাদ্য সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে বিজিবি-বিএসএফ একে-অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এতে করে সীমান্তে দায়ীত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।সাতদিনের সেরা