kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

ঈদের আগে খাদ্য সহায়তা ও নগদ টাকা পেল প্রতিবন্ধী-ভিক্ষুকরা

চাঁদপুর প্রতিনিধি   

২০ জুলাই, ২০২১ ০০:৩২ | পড়া যাবে ১ মিনিটেঈদের আগে খাদ্য সহায়তা ও নগদ টাকা পেল প্রতিবন্ধী-ভিক্ষুকরা

আর এক দিন পরই পবিত্র ঈদুল আজহা। সামর্থ্যবানরা পশু কোরবানি দেবেন। এতে দরিদ্র প্রতিবন্ধী এবং ভিক্ষুক এমন অসহায় দরিদ্র মানুষদের সেই সুযোগ নেই। তাই সমাজের অবহেলিত এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

চাঁদপুর শহরে প্রতিবন্ধী ও ভিক্ষুক এমন ২২০ জনকে ঈদ উপহার হিসেবে পাঁচ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা তুলে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে অনানুষ্ঠানিকভাবে সমাজের অবহেলিত এসব মানুষের হাতে প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনা পরিস্থিতিতে কঠোর বিধি-নিষেধে কর্মহীন হয়ে পড়া এমন পাঁচ হাজার মানুষকে চলতি মাসের শুরু থেকে সোমবার পর্যন্ত একই ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়।সাতদিনের সেরা