kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার প্রদান

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার   

১৯ জুলাই, ২০২১ ১৭:৪৫ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার প্রদান

কক্সবাজারে মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরন করা হয়েছে। জেলা প্রশাসন কক্সবাজার-এর উদ্যোগে এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় কক্সবাজার জেলার ২৪০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে নগদ ২৫০০ টাকা করে ঈদ উপহার দেওয়া হয়।

আজ সোমবার সকালে সাগর পাড়ের বিয়াম মিলনায়নতনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। অনুষ্টানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী ও মোহাম্মদ আলী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারন সম্পাদক মুজিবুল ইসলাম উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা