kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

বেলকুচিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি    

১৭ জুলাই, ২০২১ ১৯:৫৩ | পড়া যাবে ১ মিনিটেবেলকুচিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে খালের পানিতে ডুবে আলমাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার বাড়ির পাশে থাকা খালের পানিতে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। শিশুটি উপজেলার তামাই রয়নাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক ভাষানী জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল আলমাস। হঠাৎ সবার অজান্তেই কখন পাশের খালে পড়ে যায় সেটি কেউ বুঝতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বাড়ির পাশে খালের পানিতে লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখে তার বাবা মাকে খবর দেয়। তারা গিয়ে লাশটি উদ্ধার করে। শনিবার দুপুরে লাশটি দাফন করা হয়েছে।সাতদিনের সেরা