kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

আটকেপড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে ইবির বাস

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা   

১৫ জুলাই, ২০২১ ০০:২৮ | পড়া যাবে ২ মিনিটেআটকেপড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে ইবির বাস

ক্যাম্পাস পার্শ্ববর্তী ও কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে আটকেপড়া শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)। বুধবার (১৪ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমানে আমাদের শিক্ষার্থীরা জটিল অবস্থার মধ্যে আছে। সব কিছু বিবেচনা করে তাদেরকে নিজ নিজ বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে না পারলেও আমাদের সাধ্যানুযায়ী তাদের নিকটবর্তী বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আবেদনকারী শিক্ষার্থীদের তালিকার ভিত্তিতে বিভিন্ন রুটে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদন করা মোট ৭৪৪ জন শিক্ষার্থী থেকে নিকটবর্তী জেলার ৮০ জনকে বাদ দেওয়া হবে। মোট ৬৬৪ জন শিক্ষার্থী পরিবহনসেবা পাবেন।’

তিনি আরো বলেন, ‘শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী রুট প্রস্তুতকরণের কাজ চলছে। সংখ্যার ভিত্তিতে রুট ভাগ করে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা মিটিংয়ে পাঁচটি রুটে গাড়ি পরিচালনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। এগুলো হলো- খুলনা, রংপুর, রাজশাহী, ফরিদপুর, গাবতলী (ঢাকা)। দুই দিনে এই রুটগুলোতে গাড়ি পরিচালনা করা হবে। আশা করি সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’

প্রসংগত, গত ৭ জুলাই আটকে পড়া শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে বিভাগীয় শহরে পৌঁছানোর দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তালিকা তৈরীর জন্য শিক্ষার্থীদেরকে গুগল ফর্মে আবেদন করতে বলা হয়। এতে মোট ৭৪৪ জন শিক্ষার্থী আবেদন করেন।সাতদিনের সেরা