kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

ঈশ্বরদীতে বাসার ছাদ থেকে পড়ে শাটার মিস্ত্রির মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২১ ২১:১৯ | পড়া যাবে ১ মিনিটেঈশ্বরদীতে বাসার ছাদ থেকে পড়ে শাটার মিস্ত্রির মৃত্যু

বাসার তিনতলা ছাদ থেকে পড়ে আকবার হোসেন প্রামানিক (৪২) নামের এক শাটার মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের এরশাদ আলী প্রামানিকের ছেলে।

নিহতের ভাগনে জাবেদ ওমর জানান, সকালে মামাকে সঙ্গে নিয়ে তিনি উপজেলা চেয়ারম্যানের বাসার তিনতলায় ছাদের শাটার খোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি নিচে পড়ে যান। লোকজনের সহযোগিতায় দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সাদিয়া ফেরদৌস জানান, ওপর থেকে পড়ে গিয়ে আকবার আলী মাথায় আঘাত লেগেছে। মুখের নিচের অংশসহ বিভিন্ন অংশ কেটে গুরুতর আহত হন। হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে বলেও জানান চিকিৎসক।সাতদিনের সেরা