kalerkantho

বুধবার । ২০ শ্রাবণ ১৪২৮। ৪ আগস্ট ২০২১। ২৪ জিলহজ ১৪৪২

সীতাকুণ্ড ইকোপার্কে ২৮ অজগর অবমুক্ত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

১৪ জুলাই, ২০২১ ১৯:৪২ | পড়া যাবে ১ মিনিটেসীতাকুণ্ড ইকোপার্কে ২৮ অজগর অবমুক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে ২৮টি অজগরের ছানা অবমুক্ত করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকোপার্কে অজগর ছানাগুলো অবমুক্ত করা হয়।

জানা যায়, চট্টগ্রাম চিড়িয়াখানার অজগরের ৩১টি ডিম সংগ্রহ করে গত ২২ জুন ওই চিড়িয়াখানার ইনকিউবেটরে রাখা হয়। ৬৭ দিন পর ডিম ফুটে ২৮টি অজগর ছানার জন্ম হয়। এরই মধ্যে ছানাগুলো বনে অবমুক্ত করার উপযুক্ত হওয়ায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে বুধবার এগুলো সীতাকুণ্ড ইকোপার্কে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। চট্টগ্রাম চিড়িয়াখানার সদস্যসচিব মো. রুহুল আমিন, কিউরেটর ডা. শুভ, ইকোপার্কের রেঞ্জার মো. আলমগীরসহ পার্কের কর্মকর্তা কর্মচারীগণ। 

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, বাচ্চাগুলোর বেড়ে ওঠার জন্য নিরাপদ স্থান হিসেবেই এগুলোকে সীতাকুণ্ড ইকোপার্কের বোটানিক্যাল গার্ডেনের গহীন জঙ্গলে অভমুক্ত করা হয়েছে। প্রাকৃতিগতভাবে এর সবগুলোই যে বড় হবে তার কোনো নিশ্চয়তা নেই। কিছু বড় হবে আবার কিছু মারা যাবে।সাতদিনের সেরা