kalerkantho

বুধবার । ১৩ শ্রাবণ ১৪২৮। ২৮ জুলাই ২০২১। ১৭ জিলহজ ১৪৪২

বোয়ালমারীতে দুই যুবলীগ নেতাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২১ ২০:৫০ | পড়া যাবে ১ মিনিটেবোয়ালমারীতে দুই যুবলীগ নেতাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় র‌্যাবের হাতে দুই যুবলীগ নেতাসহ তিন মাদক কারবারি আটক হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রাম থেকে তাদের আটক করে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি দল। এ সময় তিন মাদক কারবারির কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৮৮০ গ্রাম গাঁজা ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোনসহ দুটি সিম কার্ড জব্দ করা হয়।

এ ঘটনায় আজ মঙ্গলবার র‌্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের মঙ্গলবার দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো যুবলীগকর্মী শরিফুল ইসলাম (২৬), মো. উজ্জ্বল শেখ (২৫) ও চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের জাকারিয়া শেখের ছেলে মো. মাহাবুব শেখ (২৬)। মো. উজ্জ্বল শেখ চতুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত শেখের ছেলে।সাতদিনের সেরা