kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

লংগদুতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২১ ২০:৪৪ | পড়া যাবে ২ মিনিটেলংগদুতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

অতীতের যেকোনো সময়ের তুলনায় সাম্প্রতিক সময়ে রাঙামাটির লংগদুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। গত দুই দিনের ব্যবধানে ৯ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। করোনা মহামারির দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত আক্রান্তদের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।

আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আট ব্যক্তির নমুনা সংগ্রহ করলে তাদের পাঁটজনের দেহে কভিড-১৯ ভাইরাস শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কভিড-১৯ এর দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত মোট ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের প্রত্যেকেই জ্বর, গলাব্যথার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন করোনা টেস্ট করাতে। আক্রান্তদের সবাইকে নিজস্ব ব্যবস্থাপনায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। তবে মঙ্গলবার আক্রান্ত পাঁচজনের মধ্যে একজন নারী হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন।

লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা বলেন, লংগদুতেও কভিডের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। মানুষ সচেতন না হলে তা আরো ভয়াবহ অবস্থা হতে পারে। উপজেলা পর্যায়ে কভিডের তেমন কোনো চিকিৎসা নাই। মাত্র পাঁচজন রোগী ভর্তি করার ব্যবস্থা আছে। এ ছাড়া অক্সিজেন আছে মাত্র ২০ সিলিন্ডার। মানুষ সচেতন না হলে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। এর মধ্যে যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। অবশ্যই ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরতে হবে।সাতদিনের সেরা