kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২১ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেবকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছে ফোকাস অটো ব্রিকস ফিল্ডের শ্রমিকরা। আজ মঙ্গলবার দুপুরে কাজ বন্ধ রেখে কারখানার ভেতর বিক্ষোভ করে তারা। কারখানাটির অবস্থান উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামে।
 
শ্রমিকরা জানায়, ফোকাস অটো ব্রিকস ফিল্ডের শ্রমিকদের গত মে ও জুন মাসের বকেয়া বেতন ও চার মাসের বকেয়া ওভারটাইমের টাকা ১০ জুলাই দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ আজও (মঙ্গলবার) তাদের সেই বকেয়া বেতন পরিশোধ করেনি। ফলে, ওই কারখানার শতাধিক শ্রমিক তাদের কর্মবিরতি রেখে বিক্ষোভ মিছিল শুরু করে। 

খবর পেয়ে অটো ব্রিকস ফিল্ডের চেয়ারম্যান ঘটনাস্থলে উপস্থিত হয়। তিনি আগামী ১৯ জুলাই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে তাদের বিক্ষোভ অব্যাহত রাখে। পরে শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সন্ধ্যা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছিল।
 
যোগাযোগ করতে না পারায় ফোকাস অটো ব্রিকস ফিল্ডের চেয়ারম্যান জহিরুল আলম রুবেলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাতদিনের সেরা