kalerkantho

মঙ্গলবার ।  ১৭ মে ২০২২ । ৩ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৫ শাওয়াল ১৪৪৩  

শ্লীলতাহানির অভিযোগে শাবিপ্রবির শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাবিপ্রবি প্রতিনিধি   

১৩ জুলাই, ২০২১ ১৭:৩১ | পড়া যাবে ১ মিনিটেশ্লীলতাহানির অভিযোগে শাবিপ্রবির শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সুমন দাশ নামের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে সুমন দাশের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। অধিকতর তদন্ত করার জন্য বিষয়টি আমরা বিশ্ববিদ্যালয়ের 'যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেল'-এ প্রেরণ করেছি।

বিজ্ঞাপন

তারাই পরবর্তী ব্যবস্থা নেবে।

জানা গেছে, গতকাল ১২ জুলাই সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এক ছাত্রী টিউশন থেকে ফেরার পথে একই বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুমন দাশের দ্বারা শ্লীলতাহানির শিকার হন। পরে ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বরাবর লিখিত অভিযোগ করেন।সাতদিনের সেরা