kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

নান্দাইলে করোনা

করোনা নিয়ে অনেকেই যাচ্ছেন মসজিদে, ঘুরছেন বাজারেও

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ    

১২ জুলাই, ২০২১ ১৯:৩১ | পড়া যাবে ২ মিনিটেকরোনা নিয়ে অনেকেই যাচ্ছেন মসজিদে, ঘুরছেন বাজারেও

করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে অবাধে ঘুরছেন লোকজন। কোনোভাবেই তাঁদের দমানো যাচ্ছে না। এলাকার মসজিদের মাইকে প্রচার করে বারণ করলেও আক্রান্ত রোগীরা মসজিদে নামাজ পড়তে আসছেন। সেই সাথে ইজিবাইক ছাড়াও অন্যান্য যানবাহন ব্যবহার করে বাজারে এসে ঘোরাফেরা করছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা ঘটছে।

হাসপাতাল সূত্র জানায়, সোমবার ৩৬ জন নমুনা টেস্ট দেন। তার মধ্যে ১৬ জন করোনা পজিটিভ। এ নিয়ে ১২ দিনে মোট ১১৪ জন করেনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তার মধ্যে পুরুষ ৬২ ও নারী ৫২ জন। জানা যায়, গত দুই দিনে চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা আমলীতলা নামক এলাকায় প্রায় ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের হাসপাতালে থেকে চিকিৎসা নিতে বলা হলেও বাড়িতে গিয়ে চিকিৎসা নেবেন; এই বলে চলে গেলেও ঘরে না থেকে বিভিন্ন জায়গায় চলাফেরা করছেন। স্থানীয় মসজিদে প্রতি ওয়াক্তে অনেকেই আসছেন নামাজ পড়তে। আবার কেউ বা বাজারে এসে চায়ের দোকানে আড্ডা মারছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁদের মুখে নেই কোনো মাস্ক। অবাধে বিচরণ করছেন সাধারণদের সঙ্গে। সোমবার আমলীতলা বাজারে অনেককেই আসতে দেখা গেছে। 

নান্দাইল ঘোষপালা জামে মসজিদের ইমাম মো. জসিম উদ্দিন জানান, তিনি গত রবিবার বাদ মাগরিব মসজিদের মাইকে বলে দিয়েছেন যারা করোনা রোগী তাঁরা যেন মসজিদে না এসে নামাজ বাড়িতে পড়েন। কিন্তু অনেকেই তা না মেনে মসজিদে আসছেন।

করোনা পজিটিভ একজন বলেন, 'আমার পজিটিভ ঠিক আছে, কিন্তু কোনো উপসর্গই নাই। তাহলে ঘরে থাকব কেন।' 

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. মাহমুদুর রশিদ জানান, এটা খুবই ভয়ানক অবস্থা। অনেকেই আবার উপসর্গ থাকার পরও বাইরে বের হচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু টেস্ট করাচ্ছেন না। হাসপাতালেও যাচ্ছেন না। আবার কেউ কেউ আছেন তাদের উপসর্গ প্রকাশ পায়নি। কিন্তু টেস্টে পজিটিভ আসছে।

নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর জানান, এটা সামাজিকভাবে মোকাবেলা করতে হবে। কারণ এখন আর বাড়ি বাড়ি গিয়ে বলার সুযোগ নাই।সাতদিনের সেরা