kalerkantho

মঙ্গলবার । ১৯ শ্রাবণ ১৪২৮। ৩ আগস্ট ২০২১। ২৩ জিলহজ ১৪৪২

১৩ মাস ছেলেকে লুকিয়ে রাখেন মা! নিজেই করেন টাকা দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি   

১১ জুলাই, ২০২১ ১৫:৪৫ | পড়া যাবে ২ মিনিটে১৩ মাস ছেলেকে লুকিয়ে রাখেন মা! নিজেই করেন টাকা দাবি

ছেলেকে লুকিয়ে রেখে প্রতিপক্ষের নামে মিথ্যা অপহরণ মামলা দায়েরের এক বছর ২৮ দিন পর ভিকটিমকে উদ্ধার করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদর থানার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ভিকটিম শাহীন আলম (২২) শাহজাদপুর উপজেলার কৈজুরী গ্রামের মো. হাসান আলীর ছেলে।

আজ রবিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের ৪ জুলাই মাজেদা বেগম বাদী হয়ে তার ছেলে শাহীন আলম অপহরণের বিষয়ে প্রতিপক্ষ হোসেন আলীসহ সাতজনকে আসামি করে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে ভিকটিমকে লুকিয়ে রেখে মিথ্যা মামলা দিয়ে আপোষের শর্তে আসামিদের নিকট টাকা দাবি করছেন। 

গত ১৭ জুলাই মামলাটির তদন্ত ভার গোয়েন্দা পুলিশে দিলে এসআই খোকন চন্দ্র সরকার আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কড্ডার মোড় এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করেন।

সংবাদ সম্মেলনে ডিবি ওসি আরো বলেন, ভিকটিম শাহীন আলম ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণে জানা যায় শাহীন আলম তার দুই বন্ধু জহুরুল ও মিন্টুর সঙ্গে গাজীপুরে থাকতেন। ২০২০ সালের ১৪ জুন গাজীপুর থেকে তিন বন্ধুই নিজ বাড়ির উদ্দেশে রওয়ানা হন। আসতে দেরি হওয়ায় তারা তিনজনই উল্লাপাড়া উপজেলার বড় লক্ষীপুর গ্রামের জহুরুলের বাড়িতে অবস্থান করে। এ সময় এলাকাবাসী তিনজনকে ইয়াবা ব্যবসায়ী সন্দেহ করে আটক করে তাদের চর-থাপ্পর দেয়ার পর জহুরুলের বাবা-মার জিম্মায় ছেড়ে দেয়। দুদিন পর শাহীন আলম তিন বন্ধুসহ নিজ বাড়ি কৈজুরীতে গিয়ে বাবা-মাকে এসব কথা বলে। এ অবস্থায় তার মা মাজেদা বেগম উদ্দেশ্য প্রণোদিতভাবে ছেলে শাহীন আলমকে লুকিয়ে রেখে উল্লাপাড়ার বড় লক্ষীপুর গ্রামের হোসেন আলীসহ সাতজনকে আসামি করে থানায় অপহরণ মামলা দায়ের করেন।

এ ঘটনায় বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে মামলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের ওসি।সাতদিনের সেরা