kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

নদীর অবৈধ বাঁধ অপসারণ

পূর্বধলায় আশ্রয়ণবাসীকে পানিবন্দি দশা থেকে মুক্তির উদ্যোগ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি   

১১ জুলাই, ২০২১ ১২:২৪ | পড়া যাবে ২ মিনিটেপূর্বধলায় আশ্রয়ণবাসীকে পানিবন্দি দশা থেকে মুক্তির উদ্যোগ

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামের আশ্রয়ণবাসীকে পানিবন্দি দশা থেকে মুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর অবৈধ বাঁধ অপসারণ করায় কমতে শুরু করেছে পানি। সেই আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের রাস্তায় মাটি ভরাটের কাজ চলছে।

জানা গেছে, উপজেলা সদরের নারায়ণডহর গ্রামে ধলাই নদীর পাশে নির্মিত আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দারা গত কয়েক দিনের বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েন। আশ্রয়ণবাসীর এই দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে গত শনিবার বিকেলে দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, বর্ষায় নদীর পানি বেড়েছে। কিছু অসাধু ব্যক্তি আশ্রয়ণের ভাটির দিকে নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকার করছিল। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পানি উপচে নদীর পাড়ে উঠে পড়ে। ফলে আশ্রয়ণে যাতায়াতের রাস্তাটি তলিয়ে যায়। কয়েকটি গ্রামের ফসল ডুবে যায়। বাধাগ্রস্থ হচ্ছিল মাছের অবাধ চলাচল ও প্রজনন। বিঘ্নিত হয় নৌযান চলাচল।

বিষয়টি জানতে পেরে শনিবার বিকেলে তিনি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে যান। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবৈধ বাঁধটি ভেঙে দেন। এতে পানি দ্রুত কমতে শুরু করে। এছাড়া বালির বস্তা ফেলে উঁচু করা হচ্ছে ডুবে যাওয়া রাস্তাটি।

ইউএনও আরও জানান, আশ্রয়ণে খুব শিগগিরই বিদ্যুৎ সংযোগ ও বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান প্রমুখ।সাতদিনের সেরা