kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

করোনায় কুষ্টিয়ায় আরো ২২ মৃত্যু, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া    

৯ জুলাই, ২০২১ ০৯:৪০ | পড়া যাবে ২ মিনিটেকরোনায় কুষ্টিয়ায় আরো ২২ মৃত্যু, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ

কঠোর বিধি-নিষেধের মধ্যেও কুষ্টিয়ায় করোনা পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না, বরং দিনদিন তা আরো ভয়াবহ রূপ নিচ্ছে।

গত ২৪ ঘণ্টায় (গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) এ জেলায় আরো ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মৃতদের ১২ জন করোনা পজিটিভ এবং ১০ জন উপসর্গ নিয়ে মারা গেছেন হাসপাতালে। একই সময় ৭৯২ জনের নমুনা পরীক্ষা করে ২২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে করোনায় গত ৯ দিনে কুষ্টিয়ায় ১২৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এ জেলায় মোট মৃত্যু ৩৩৮ জন।

২৫০ শয্যার কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, স্বাস্থবিধি না মানায় এই জেলার মানুষের মধ্যে করোনায় আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। হাসপাতালে প্রতিদিনই নতুন নতুন রোগী আসছে। আজ শুক্রবার এখন পর্যন্ত ২৫০ শয্যার এই করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা শনাক্ত হয়ে ১৮৭ জন এবং উপসর্গ নিয়ে ৯৩ জনসহ ভর্তি আছেন ২৮০ জন। অধিকাংশ রোগীকেই  অক্সিজেন দিতে হচ্ছে।

এদিকে চলমান বিধি-নিষেধ বাস্তবায়নে সড়কে চেকপোস্ট ও পুলিশ থাকলেও স্বাস্থ্যবিধি না মেনে ও কোনো বাধা ছাড়াই মানুষ চলাচল করছে।সাতদিনের সেরা