kalerkantho

রবিবার । ৪ আশ্বিন ১৪২৮। ১৯ সেপ্টেম্বর ২০২১। ১১ সফর ১৪৪৩

কুমিল্লায় ভারত সীমান্ত থেকে নারীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

৭ জুলাই, ২০২১ ১৯:৫২ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লায় ভারত সীমান্ত থেকে নারীর লাশ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্ত এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ১১টায় পৌর এলাকার নাটাপাড়ায় ভারত সীমান্তে একটি খালে লাশটি ভেসে থাকতে দেখা যায়। 

১০ বিজিবি কুমিল্লার আমানগন্ডা সীমান্ত ফাঁড়ি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন, ভারতের রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন ২১০৬-০৭ পিলারের মাঝামাঝি একটি খালে বুধবার সকাল থেকে ৫৫ বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি হিন্দু নারীর বলে নিশ্চিত হওয়া গেছে। তবে লাশটি কে নেবে এ নিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকেলে চৌদ্দগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গামুড়া বিএসএফ ক্যাম্পের পরিদর্শক পরম জিৎ, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান ও চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেনসহ দুদেশের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।সাতদিনের সেরা