kalerkantho

সোমবার  । ১২ আশ্বিন ১৪২৮। ২৭ সেপ্টেম্বর ২০২১। ১৯ সফর ১৪৪৩

তাড়াশে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

তাড়াশ-রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি   

৭ জুলাই, ২০২১ ১৮:১২ | পড়া যাবে ১ মিনিটেতাড়াশে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে করোনায় আক্রান্ত হয়ে মো. জাকির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি তাড়াশ উপজেলার শোলাপাড়া গ্রামের আলহাজ আব্দুর রহিমের ছেলে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জাকির হোসেন ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে ঢাকার শ্যামলী শাখায় কর্মরত ছিলেন। সেখানে তিনি করোনায় আক্রান্ত হলে এক সপ্তাহ আগে ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। তার শ্বাসকষ্ট শুরু হলে জরুরিভাবে আইসিইউতে ভর্তি করা হয়। আজ বুধবার ভোরে তিনি মারা যান।

জাকির হোসেনের লাশ অ্যাম্বুলেন্সযোগে তার নিজ বাড়ি শোলাপাড়া গ্রামে নিয়ে আসা হলে প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় জানাজা শেষে দাফন করা হয়। তার মৃত্যুতে সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।সাতদিনের সেরা