kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

হাসপাতাল চালু হওয়ার আগেই চিকিৎসক!

সুনামগঞ্জ প্রতিনিধি   

৭ জুলাই, ২০২১ ১৬:০২ | পড়া যাবে ২ মিনিটেহাসপাতাল চালু হওয়ার আগেই চিকিৎসক!

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নতুন ভবন তাই এখনো আউটডোর-ইনডোর সেবা কার্যক্রমও চলু হয়নি। এই হাসপাতালে কেউ নিয়মিত কাজও করেন না। সেবা কার্যক্রম শুরু না হওয়ায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হিসেবে সম্প্রতি কার্যক্রম শুরু হয়েছে। যেখানে জেলা সদর হাসপাতালে দুই তৃতীয়াংশ চিকিৎসকের পদ শুন্য সেখানে চিকিৎসক না দিয়ে ওই হাসপাতালটির আবাসিক চিকিৎসক হিসেবে এক অভিজ্ঞ চিকিৎসককে পদায়ন করা হয়েছে আজ।

স্থানীয়দের অভিযোগ, যেখানে কোন সেবা কার্যক্রম চালু হয়নি সেখানে লোক নিয়োগ দেওয়া মানে সরকারকে ফাঁকি দেওয়া। খোদ বিএমএ (বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন) সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দও এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের ডা. মোজাহারুল ইসলাম একজন অভিজ্ঞ চিকিৎসক। তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এক কর্মস্থলে এক দশকেরও বেশি সময় অবস্থানের কারণে তার বদলির সুপারিশ করে। তবে তিনি প্রভাব খাটিয়ে এমন একটি হাসপাতালকে বেছে নিয়েছেন যেখানে কোন সেবা কার্যক্রম নেই। তাই তদবির করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে বুধবার তিনি যোগদান করেছেন। 

সুনামগঞ্জের সংস্কৃতিকর্মী মানব তালুকদার বলেন, দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কার্যক্রমই চালু হয়নি। এই অবস্থায় এখানে বিশেষজ্ঞ চিকিৎসককে আবাসিক চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়ায় প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কারণ জেলা সদর হাসপাতালেই চিকিৎসক নেই।

সুনামগঞ্জে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, দীর্ঘদিন এক জায়গায় দায়িত্ব পালনকালে ওই চিকিৎসকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে। তাই তাকে বদলি করা হয়েছে। যেখানে কোনো কার্যক্রমই নেই সেখানে কিভাবে একজন অভিজ্ঞ চিকিৎসককে বদলি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, 'বেশি বুঝার দরকার নেই'।

সুনামগঞ্জ বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম বলেন, যেখানে কোনো কার্যক্রমই নেই সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া ঠিক হয়নি। কারণ জেলা সদরসহ অনেক চালু হাসপাতাল চিকিৎসক সংকটে ভুগছে। সাতদিনের সেরা