kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

ময়মনসিংহে দেড় শ দরিদ্র পরিবারে পুলিশের '১০ টাকার বাজার'

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

৭ জুলাই, ২০২১ ১৪:৫৯ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহে দেড় শ দরিদ্র পরিবারে পুলিশের '১০ টাকার বাজার'

‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’- এই স্লোগানে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে ১০ টাকায় বাজার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা পুলিশ ক্লাবে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে এ কর্মসূচির আওতায় দুই দিনের খাদ্যপণ্য তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। 

পুলিশের নিজেদের বেতনের টাকায় ১০ টাকার প্রতীকী বিনিময়ে পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, মো. হাফিজ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, ডিবি ওসি শাহ কামাল আকন্দ উপস্থিত ছিলেন। 

পুলিশ সুপার করোনাকালে দুস্থ ও কর্মহীনদের মধ্যে এসব উদ্যোগে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।সাতদিনের সেরা