kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

গোয়ালন্দে পদ্মায় পানি বাড়ছে, স্রোতে ভাঙছে নদীর তীর

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি    

৬ জুলাই, ২০২১ ১৩:২৪ | পড়া যাবে ২ মিনিটেগোয়ালন্দে পদ্মায় পানি বাড়ছে, স্রোতে ভাঙছে নদীর তীর

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পানি ও স্রোতের তীব্রতা বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় সেখানে ১৫ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হয়। উপজেলা পানি উন্নয়ন বোর্ড অফিসের কর্মকর্তা মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এভাবে পানি বাড়তে থাকলে আগামী কয়েক দিনের মধ্যে পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানির স্তর বিপৎসীমা অতিক্রম করবে। 

এদিকে পদ্মায় পানি বেড়ে গোয়ালন্দ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে নদী তীরবর্তী বিভিন্ন গ্রাম। গ্রামগুলো হলো- দৌলতদিয়া ইউনিয়নের কুশাহাটা, যদু মাতবরপাড়া, নতুনপাড়া, হাতেম মন্ডলপাড়া, লালু মন্ডলপাড়া, ইদ্রিসপাড়া, মালতপাড়া, জয়দার মন্ডলপাড়া, বাহিরচর গ্রাম, ২ নম্বর বেপারীপাড়া, দেবগ্রাম ইউনিয়নের বেতকা, রাখালগাছি, মধু সরদারপাড়া ও কাউয়ালজানি গ্রাম। সেখানে পায়েহাঁটা পথ পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের বাসিন্দারা খেয়া নৌকায় যাতায়াত করছেন। 

বিআইডাব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. ফিরোজ শেখ জানিয়েছেন, পদ্মার প্রবল স্রোতের কারণে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাটের পাশে অবস্থিত লঞ্চঘাট এলাকায় নদীর পাড়ে ভাঙন শুরু হয়েছে। সেখানে বালুভরা ‘জিও টিউব ব্যাগ’ দিয়ে লঞ্চঘাট রক্ষার চেষ্টা চালাচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা। ফেরিঘাটের সবগুলো ঘাট পন্টুন লো-ওয়াটার থেকে হাই-ওয়াটার লেভেলে স্থাপনের কাজ করছে বিআইডাব্লিউটিএ।সাতদিনের সেরা