kalerkantho

শনিবার । ১৬ শ্রাবণ ১৪২৮। ৩১ জুলাই ২০২১। ২০ জিলহজ ১৪৪২

ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   

৬ জুলাই, ২০২১ ০০:৫১ | পড়া যাবে ১ মিনিটেডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (৫ জুলাই) বিকেলে ডোবার পানিতে পড়ে সাব্বির হোসেন নামে দুই বছর বয়সের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু সাব্বির উপজেলার উত্তর সন্ধ্যারই গ্রামের সুমন আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৫টার সময় সুমন আলীর দুই বছরের ছেলে সাব্বির হোসেন বাড়িতে থাকা অবস্থায় সবার অগোচরে বাড়ির ৫০ গজ দূরে পশ্চিম পাশে ডোবার পানিতে ডুবে যায়।

এ সময় শিশুটির চাচি দেখতে পেয়ে চিৎকার দিলে সবাই এসে শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।সাতদিনের সেরা