kalerkantho

শুক্রবার । ২২ শ্রাবণ ১৪২৮। ৬ আগস্ট ২০২১। ২৬ জিলহজ ১৪৪২

বিশ্বনাথে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি   

৪ জুলাই, ২০২১ ১৮:২৯ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বনাথে নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে সুরমা নদীতে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। 

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে উপজেলার লামাকাজী এলাকাস্থ সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন জুয়া খেলছিল। এ সময় গ্রামের লোকজন গরু চোর সন্দেহে চিৎকার করলে অন্যরা নদী সাতরে পালিয়ে গেলেও আব্দুল মালেক পানিতে তলিয়ে যান। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা