kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় আরো ১২ মৃত্যু

অনলাইন ডেস্ক   

৪ জুলাই, ২০২১ ১২:০৭ | পড়া যাবে ১ মিনিটেকরোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায় আরো ১২ মৃত্যু

চুয়াডাঙ্গায় করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে করোনায় আর ৭ জনের করোনা উপসর্গে।

আজ রবিবার (৪ জুলাই) চুয়াডাঙ্গা সদর হাসপালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম এসব তথ্য জানিয়েছেন।

ডা. ফাতেহ আকরাম জানান, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালে করোনা সংক্রমণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই দিনে করোনা উপসর্গ নিয়ে আরো সাতজনসহ মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে  ১১৫ জনের।

ডা. ফাতেহ আকরাম আরো জানান, শনিবার ৪১৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৩০ জন, আলমডাঙ্গায় ২৮ জন, দামুড়হুদায় ৩৬ জন ও জীবননগরে ৪৬ জন।

জেলায় বর্তমানে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৫৩ জন। এদের মধ‌্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩৪২ জন। বর্তমানে জেলায় মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৯৪ জন।সাতদিনের সেরা