kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

সিরাজগঞ্জে একদিনে ১২৬ জন গুনলেন জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি   

২ জুলাই, ২০২১ ১৬:৫৮ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জে একদিনে ১২৬ জন গুনলেন জরিমানা

কঠোর লকডাউনে আজ শুক্রবার সকালের দিকে সিরাজগঞ্জ শহরে মানুষের চলাচল কিছুটা বেশি ছিলো। তবে দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়। লকডাউন বাস্তবায়নে ম্যাজিস্ট্রেটগণ শহরসহ জেলায় সচেতনাবৃদ্ধিসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।

এদিকে, লকডাউনের সময় বিনা কারণে বাইরে বের হওয়ায় বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ৭৯টি মামলায় ১২৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের করোনা সেলের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান শুক্রবার দুপুরে জানান, করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে বৃহস্পতিবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে ১৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ১২৬ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১৯ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ জানান, লকডাউনের নিয়ম মানাতে সচেতনতাবৃদ্ধি করাসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।সাতদিনের সেরা