kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরো ১১ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২ জুলাই, ২০২১ ১৫:১৪ | পড়া যাবে ২ মিনিটেবগুড়ায় ২৪ ঘণ্টায় আরো ১১ মৃত্যু

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় জেলায় রেকর্ড ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে পাঁচজন এবং বাকি ছয়জন শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন। 

গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়া ১১ জনের নাম পরিচয় জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

আজ শুক্রবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৩৫টি নমুনায় ৫৯ জনের, জিন এক্সপার্ট মেশিনে চারটি নমুনায় সবাই নেগেটিভ এবং এন্টিজেন পরীক্ষায় ১১৬টি নমুনায় ২৫ জনের পজিটিভ এসেছে। 

এ ছাড়া টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ২৫টি নমুনায় ১৬জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।  

গত ২৪ ঘণ্টায় ৩৮০টি নমুনার ফলাফলে সদরে ৬৪ জন, শিবগঞ্জে দুজন, সোনাতলা ১১ জন, শাজাহানপুরে ছয়জন, আদমদীঘি দুজন, দুপচাচিয়ায় তিনজন, কাহালুতে চারজন, ধুনটে পাঁচজন, কাহালুতে চারজন এবং গাবতলীতে তিনজন করে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২ জুলাই) সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৪ হাজার ৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ৭৪৮ জন। মৃত্যু ৪১০ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৯১৫ জন।সাতদিনের সেরা