kalerkantho

বৃহস্পতিবার । ১৪ শ্রাবণ ১৪২৮। ২৯ জুলাই ২০২১। ১৮ জিলহজ ১৪৪২

দুমকিতে গৃহবধূর আত্মহনন, পালালেন স্বামী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি   

২ জুলাই, ২০২১ ১৪:১৬ | পড়া যাবে ১ মিনিটেদুমকিতে গৃহবধূর আত্মহনন, পালালেন স্বামী

পটুয়াখালীর দুমকিতে পারিবারিক কলহের জেরে মোসা. মাম্পি রানী সাহা (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মাম্পি রানী সাহা দুমকি গ্রামের বাসিন্দা শুভঙ্কর সাহার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায়ই স্বামী শুভঙ্করের সঙ্গে মাম্পি রানী সাহার সঙ্গে ঝগড়া হতো। তারই জেরে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাম্পি রানী সাহার চার বছরের একটি ছেলে রয়েছে। মাম্পি রানীর সাহার মৃত্যুর ঘটনার পর স্বামী শুভঙ্কর সাহা পলাতক রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হয়তো পারিবারিক কলহের জেরেই আত্মহত্যা করেছেন মাম্পি রানী সাহা। এ ছাড়া লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।সাতদিনের সেরা