kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

বেতাগীতে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

বেতাগী (বরগুনা) প্রতিনিধি   

১ জুলাই, ২০২১ ০৫:০৮ | পড়া যাবে ১ মিনিটেবেতাগীতে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

বরগুনার বেতাগীতে সাপের কামড়ে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 

জানা গেছে, বুধবার (৩০ জুন) বেলা ১১টায় উপজেলার বেতাগী সদর ইউনিয়নের খোন্তাকাটা গ্রামের বাসিন্দা নিখিল সমাদ্দারের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিপু রানী (১১)কে নিজ বসত ঘরে ডিমের ঝুড়িতে থাকা বিষধর সাপে কামড় দেয়।

স্থানীয়ভাবে ঝাঁড়-ফুক দিয়ে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, সাপে কাটা রোগীর চিকিৎসা না থাকায় কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানাস্তর করেন। বরিশাল শেবাচিমের চিকিৎসক নিপু রানীকে মৃত ঘোষণা করেন। 

নিপুর অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলছে।সাতদিনের সেরা