kalerkantho

শনিবার ।  ২১ মে ২০২২ । ৭ জ্যৈষ্ঠ ১৪২৯ । ১৯ শাওয়াল ১৪৪৩  

বাকৃবিতে সশরীরে সব ধরনের পরীক্ষা স্থগিত

বাকৃবি প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ২৩:৫৬ | পড়া যাবে ১ মিনিটেবাকৃবিতে সশরীরে সব ধরনের পরীক্ষা স্থগিত

সারা দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সব ধরনের পরীক্ষা স্থগিত রাখার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স। পরবর্তীতে ডিন কাউন্সিলের মিটিংয়ে পরীক্ষা স্থগিতের বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত নেওয়া হবে জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন।

তিনি বলেন, দেশে সম্প্রতি করোনা সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় অনেক শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে অসম্মতি জানিয়েছে। বাকৃবির করোনা মোকাবেলায় গঠিত টাস্কফোর্স দেশে করোনা সংক্রমণের হার বিবেচনায় পরীক্ষা স্থগিতের জন্য সুপারিশ করেছে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা আবারো পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে ঈদুল আজহার পরও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করব।

উল্লেখ্য, গত ৬ জুন শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সে অধ্যায়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে।সাতদিনের সেরা