kalerkantho

রবিবার । ১৭ শ্রাবণ ১৪২৮। ১ আগস্ট ২০২১। ২১ জিলহজ ১৪৪২

বিজয় মিছিলের পর নিখোঁজ স্কুলছাত্র!

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ১৭:২৫ | পড়া যাবে ১ মিনিটেবিজয় মিছিলের পর নিখোঁজ স্কুলছাত্র!

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের রামসোনা গ্রামের আবু রায়হান (১৩) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ আবু রায়হানের পরিবার আজ দুপুরে ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন। সে বালিয়া ইউনিয়নের বিলা সাটি গ্রামের সেলিম সরকারের ছেলে।

জানা যায়, গত বুধবার (২৩ জুন) বিকেলে বালিয়া ইউনিয়নের বিলাসাটি গ্রামের তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে  ফুটবল খেলা দেখতে যায় রায়হান। খেলার পর বিজয় মিছিল করে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যাচ্ছে নাউ

ফুলপুর থানার ওসি আব্দুল্লা আল মামুন জানান, বিষয়টি নিয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে উদ্ধার করতে পুলিশ চেষ্টা করছে।সাতদিনের সেরা