kalerkantho

বৃহস্পতিবার । ২১ শ্রাবণ ১৪২৮। ৫ আগস্ট ২০২১। ২৫ জিলহজ ১৪৪২

চা বাগানে শ্রমিকের লাশ

কমলগঞ্জ প্রতিনিধি   

২৫ জুন, ২০২১ ১৬:২৭ | পড়া যাবে ১ মিনিটেচা বাগানে শ্রমিকের লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান এলাকায় অজুর্ন মহালী (২৫) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাত্রখোলা মসজিদ লাইনের গোপাল মহালীর ছেলে। লাশটি মাটির সঙ্গে বসা অবস্থায় দেখে রহস্যজনক মনে করছেন এলাকাবাসী। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পাত্রখোলা চা বাগানে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর ৩টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ জানান, লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।সাতদিনের সেরা