kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

বাল্য বিয়ে প্রতিরোধে 'কালো আংটি'

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৪ জুন, ২০২১ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেবাল্য বিয়ে প্রতিরোধে 'কালো আংটি'

'আমিই পারি শিশু বিবাহ প্রতিরোধ করতে, গ্লোবাল ক্যাম্পেইন-জাস্ট ম্যারিড' এ ধরনের একটি প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইলে ওয়ার্ল্ড ভিশন এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের এমপি আনোয়ারুল আবেদিন খান তুহিন উপস্থিত থেকে প্রতিকী ব্লাক রিং (কালো আংটি) পরে এবং অন্যদের পরিয়ে বাল্য বিয়ে প্রতিরোধে শপথ করান।

বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, ওয়ার্ল্ড ভিশন কেন্দ্রীয় অফিসের ফিল্ড এড্ভোকেসি এবং সোসাইল অ্যাকান্টটেবিলিটি কো-র্ডিনেটর মো. জামাল উদ্দিন ও ওয়ার্ল্ড ভিশন নান্দাইলের ম্যানেজার সুমন রোরাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রোক্টেশন অফিসার উজ্জ্বল প্যাট্টিক কোড়াইয়া। 

অনুষ্টানে নান্দাইল উপজেলা বিভিন্ন মসজিদের ঈমাম,কাজী ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাংবাদিকবৃন্দ। বক্তরা বলেন, এই করোনাকালে আগের চেয়ে অনেকাংশে বাল্য বিয়ে বেড়ে গেছে। তা প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সাতদিনের সেরা