kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ জুন, ২০২১ ১৮:০০ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ইয়াছিন (৪) ও নাফিসা (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যশরা ইউনিয়নের কুর্শাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইয়াছিন ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে ও নাফিসা ওমর আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই শিশু বাড়ির উঠানে বসে খেলা করছিল। এক পর্যায়ে সকলের অজ্ঞাতে তারা পুকুরে পড়ে ডুবে যায়। দুপুরে বৃষ্টি শুরু হলে পরিবারের লোকজন তাদেরকে খুঁজতে থাকে। পুকুরে গিয়ে দুটি শিশুকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে তারা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ওই দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা