kalerkantho

রবিবার । ১০ শ্রাবণ ১৪২৮। ২৫ জুলাই ২০২১। ১৪ জিলহজ ১৪৪২

দিনাজপুরে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুর প্রতিনিধি   

২৪ জুন, ২০২১ ১৫:৩৪ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরে রেকর্ড করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮৩জন। এর মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৩১৩জন। জেলায় এটিই সর্বোচ্চ শনাক্ত। এ ছাড়াও একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে।

দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. শাহ মো. এজাজ-উল হক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় দিনাজপুর জেলায় ১০০২জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৪৮৩ জনের নমুনায় পজিটিভ পাওয়া যায়। যা জেলায় আক্রান্তের হার হিসেবে ৪৮ দশমিক ২০ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র দিনাজপুর সদর উপজেলায় ৩১৩ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া জেলার হাকিমপুরে ৪৮, বিরামপুরে ৪২, বোচাগঞ্জে ২০, পার্বতীপুরে ১৬, বীরগঞ্জে ১০, নবাবগঞ্জে ১০,  চিরিরবন্দরে ৯, ফুলবাড়ীতে সাত, বিরলে পাঁচ, খানসামায় দুই ও কাহারোল উপজেলায় একজন রয়েছেন।সাতদিনের সেরা